ঢাকা,২৯/০৯/২৪খ্রি।
২০৩০ সালের মধ্যে যদি আমরা এসডিজির ৩. ৩ অর্জন করতে চাই; সেখানে যদি জলাতঙ্ক নির্মূল করতে চাই, তাহলে আমাদের যতটুকু দায়িত্ব আছে সেটুকু এখনই পালন করতে হবে। কেননা ২০২৪ সাল শেষ হয়ে যাচ্ছে। আমাদের হাতে আছে মাত্র পাঁচ বছর। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ (রোববার) প্রাণিসম্পদ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর , বন অধিদপ্তর, USAID One Health Activity এর সম্মিলিত আয়োজনে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটের থ্রিডি হলে বিশ্ব জলাতঙ্ক দিবস – ২০২৪ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ ফরিদা আখতার। তিনি আরো বলেন, কুকুরকে ভালবাসতে হবে। কুকুরের প্রতি আতঙ্ক তৈরি করা যাবে না। তারা প্রাণী, তাদেরকে কোনভাবে হত্যা করা যাবে না। তরুণদের মধ্যে ভালোবাসা বেশি। তরুণরা এবার যে নতুন বাংলাদেশ দিয়েছে তাতে শুধু মানুষ না, সব ধরনের প্রাণীর প্রতি যদি তাদের এই ভালোবাসা থাকে তাহলে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনাব এটিএম মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক , অতিরিক্ত মহাপরিচালক,(পরিকল্পনা ও উন্নয়ন) স্বাস্থ্য অধিদপ্তর।
দিবসটির এবারের প্রতিপাদ্য Breaking rabies Boundaries বাংলায় যার অর্থ জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সকল প্রতিবন্ধকতা নিরসন। সেমিনারে আলোচ্য প্রতিপাদ্যের উপর তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞগণ। “Rabies Control and Diagnosis: DLS Activities” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন , ডা. সুকেশ চন্দ্র বৈদ্য , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগার ঢাকা, “Breaking Rabies Boundaries in bangladesh” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন , ডঃ শেখ দাঊদ আদনান , পরিচালক , কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল , স্বাস্থ্য অধিদপ্তর এবং ” Role of NPOs in Breaking Rabies Boundaries” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান PAW Foundation bangladesh। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, প্রফেসর পরিতোষ কুমার বিশ্বাস , Animal Health Team Lead, USAID One Health Activity.
সভাপতির বক্তব্য ডা. মোহাম্মদ রেয়াজুল হক বলেন, রেবিস রোগের যে সাফারিং (suffering) তা পুরো মানব জাতির জন্য ভয়ানক কিন্তু সেটি অবহেলিত। তবে সকলে যদি ওয়ান হেলথ অ্যাপ্রোচে (One Health approach) এগিয়ে আসি তাহলে ২০৩০ সালের মধে্য নির্মূল করতে আমরা আর পিছিয়ে যাব না।
অনুষ্ঠানের সমাপনান্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রশাসন, ডা. মো. বয়জার রহমান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে সকাল ১০.০০ টায় বিশ্ব জলাতঙ্ক দিবস – ২০২৪ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।
উল্লেখ্য, বিশ্ব জলাতঙ্ক দিবস – ২০২৪ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর জলাতঙ্কের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সকল বিভাগ,জেলা ও উপজেলা পর্যায়ে লিফলেট বিতরণ করেন।