২৯.০৯. ২৪
ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন তার বসতবাড়ীর সামনে ৪০ শতাংশ জলাশয়ে মাছ চাষ করছেন। পারিবারিক মাছের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় বাজারে নিজের জলাশয়ের মাছ বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়েছেন।
জলাশয়ে মাছের বিষয়ে জানতে চাইলে জয়নাল জানান , তার জলাশয়ে বর্তমানে রুই , কাতল , মৃগেল সিলভারকার্প,কালিবাউস, তেলাপিয়া প্রজাতির মাছ রয়েছে । এপ্রিল মাসে তার জলাশয়ে শতাংশ প্রতি ২৫-৩০টি পোনা ছাড়েন ।
জলাশয়ে চুন ও সার প্রয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান , পোনা ছাড়ার পূর্বে প্রায় ২০কেজি চুন প্রয়োগ করেছিলেন।
মাছের খাদ্য নিয়ে জয়নাল বলেন , বিভিন্ন কোম্পানির প্রস্তুতকৃত ফিস ফিডের বাজার মূল্য বেশি হওয়ার কারণে মাছের খাদ্য হিসাবে এসব ব্যবহার করেন না।নিজের হাতে তৈরী খাবার মাছের দৈনন্দিন খাদ্য হিসাবে ব্যবহার করেন। গমের ভুষি,চালের কুড়া ,খৈল ,ভাত ইত্যাদি উপকরন হিসেবে ব্যবহার করেন।
জেলা ও উপজেলা মৎস্য দপ্তর থেকে কোন প্রশিক্ষণ নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান মৎস্য বিষয়ক কোন প্রশিক্ষণ তিনি পাননি । এসময় তাকে মৎস্য বিষয়ক প্রশিক্ষণ নেয়ার জন্য নিকটস্থ উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করার জন্য বলাহয়।
জয়নাল আবেদিন আরও বলেন আর্থিক সংকটের কারনে তিনি জলাশয় লিজ নিতে পারছেন না তবে ভবিষ্যতে তিনি আরও পুকুর লিজ নিয়ে মাছে চাষ করবেন।
পরিশেষে জয়নাল আবেদিনকে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, প্রধান কার্যালয় কর্তৃক প্রকাশিত মাছ চাষ বিষয়ক একুরিয়ামে মাছ পালন পদ্ধতি , বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ ,দেশী কৈ মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা , ,কালিবাউস মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন,গুতুম মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন, মাহাশোল মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,গনিয়া মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা , ,গুজি আইড় মাছের প্রাকৃতিক প্রজনন ,পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা বিষয়ক মুদ্রন সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রতিবেদনটি তৈরীতি সহায়তা করেন মো.আল আমিন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক এবং খামারির স্থিরচিত্র ধারণ করেন মো. ফাহিম রহমান রনি,অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর।
প্রতিবেদনকারী
মো. আল আমিন
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস, ঢাকা।