কুমিল্লা,০৬.১০.২৪ খ্রি.।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর,আঞ্চলিক অফিস,কুমিল্লায় জাতীয় শুদ্ধাচার বিষয়ক ২০২৪-২৫ অর্থবছরে নৈতিকতা কমিটির ২য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(০৬.১০.২৪) বিকাল ০৩.০০ ঘটিকায় দপ্তরের সহকারী তথ্য কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এ দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তা (এডিএলও) জনাব ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন ।
এছাড়া সভায় ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিক সভার বিষয়াবলী নিয়ে আলোচনা করেন। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের কার্যতালিকা উপস্থাপন করেন দপ্তরের সহকারী তথ্য কর্মকর্তা ও সদস্য সচিব, জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা কমিটি, জনাব লিমা আক্তার এবং ২য় ত্রৈমাসিকের কার্যতালিকা নিয়ে আলোচনা করেন। সভায় সভাপতি মহোদয় বলেন, জাতীয় শুদ্ধাচার বিষয়ক নতুন অর্থবছরের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।সভায় জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আঞ্চলিক অফিস, কুমিল্লা দপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের নৈতিকতা কমিটির ২য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
২০
previous post