মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, কুমিল্লা সদর দপ্তর কর্তৃক প্রকাশিত মুদ্রণ সামগ্রী মাঠ পর্যায় প্রচার-প্রচারণার অংশ হিসেবে গত ০২.১০.২৪ খ্রি. বৃহস্পতিবার সকাল ১১ টায় সদর দক্ষিণ উপজেলায় দ: ধনাইতরী গ্রামে জনসাধারণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি, কৃষক, দোকানদার ও অন্যান্য পেশাজীবীদের মধ্যে বিভিন্ন ধরনের লিফলেট, ফোল্ডার মোট ১০ জনকে বিনামূল্যে প্রদান করা হয়। মুদ্রণ সামগ্রীর মধ্যে প্রাণিসম্পদ বিষয়ক “গ্রামীণ পরিবেশে হাঁস পালন, ছাগল পালন, মহিষ পালন ব্যবস্থাপনা, সাইলেজ (গোখাদ্য সংকটে সমাধান), উন্নত জাতের ঘাস চাষ, ইউরিয়া মোলাসেস স্ট্র, ভুট্টা চাষাবাদ, গবাদিপশুর সুষম খাবার তৈরির উপকরণ এবং মৎস্য বিষয়ক “কার্প জাতীয় মিশ্র চাষ, পাঙ্গাস মাছ চাষ, কালিবাউশ, ট্যাংরা, দেশী ছোট মাছ চাষ ব্যবস্থাপনা মুদ্রণ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদে যেকোনো সমস্যা সমাধান এবং সরকার কর্তৃক যেকোনো সুযোগ সুবিধা, প্রশিক্ষণ, প্রণোদনা সকল বিষয়ে জানতে নিকটতম মৎস্য/প্রাণিসম্পদ অফিসের সাথে যোগাযোগ করতে পরামর্শ প্রদান করা হয়। এতে জনসাধারণ মৎস্য ও প্রাণিসম্পদ পালনে উপকৃত হতে পারেন।
প্রতিবেদনকারী :
খালেক হাসান,কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, কুমিল্লা।