টেকসই উন্নয়ন অভীষ্টের Voluntary National Reviews (VNRs) দলিল প্রস্তুতের জন্য এসডিজি’র অভীষ্ট-১৪ (জলজ জীবন-Life below water) এর বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত কর্মশালায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, সম্মানিত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; জনাব মো: জিল্লুর রহমান, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর; জনাব মনিরুল ইসলাম, অতিরিক্ত সচিব (এসডিজি), প্রধান উপদেষ্টার কার্যালয়; জনাব এটিএম মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ও এসডিজি ফোকাল পয়েন্ট, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ন সচিব ও উপসচিববৃন্দ; FAO ও IUCN সহ এসডিজি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তাবৃন্দ। কর্মশালায় বাংলাদেশের প্রেক্ষিতে SDG বিষয় উপস্থাপন করেন জনাব মনিরুল ইসলাম, অতিরিক্ত সচিব (এসডিজি), প্রধান উপদেষ্টার কার্যালয় এবং মৎস্য অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পক্ষে এসডিজি’র অভীষ্ট-১৪ (জলজ জীবন-Life below water) এর বাস্তবায়ন অগ্রগতি, চ্যালেজ্ঞ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে উপস্থাপনা করেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, জেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ) ও SDG ফোকাল পয়েন্ট, মৎস্য অধিদপ্তর। সামুদ্রিক মৎস্য সম্পদের মজুদ নিরূপন ও ব্যবস্থাপনা বিষয়ে সকল স্টেকহোল্ডারগণ গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন এবং সে অনুসারে ভবিষ্যৎ কাজ করার সুপারিশ করেন।
মৎস্য অধিদপ্তরে কর্মশালায় অনুষ্ঠিত
২৮
previous post