২৩/১০/২০২৪ খ্রি.
ঢাকা জেলার হাজারীবগ থানার আব্দুল আউয়াল একজন তরুন মৎস্য খামারী। তিনি ৩৫ শতাংশ জলাশয়ে মাছের মিশ্র চাষ করছেন। আব্দুল আউয়াল তার মাছ চাষের নিজস্ব আগ্রহ থেকেই মাছ চাষ করেন। পুকুরে মাছের সম্পর্কে জানতে চাইলে আব্দুল আউয়াল বলেন, তার পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ,তেলাপিয় জাতের মাছ রয়েছে। এবং মাছের খাবার ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, সকাল ও বিকেল ২ বেলা বিভিন্ন কোম্পানির তৈরীকৃত ফিস ফিড প্রয়োগ করে থাকেন।
মাছের রোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন তার জলাশয়ে মাছের কোন ধরনের রোগ দেখা দেয় নাই এসময় তাকে যেকোন রোগের লক্ষণ পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট উপজেলা মৎস্য অফিসে যোগাযোগের পরামর্শ প্রদান করা হয়।
শ্রমিকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান , পুকুর দেখাশুনা ও খাবার প্রয়োগ তিনি নিজেই করেন বিধায় কোন শ্রমিক নেননি।
মাছের পোনা সংগ্রহের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার থেকে তিনি সুস্থ সবল পোনা সংগ্রহ করে তার পুকুরে অবমুক্ত করেন।
মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন নাই এসময় তাকে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ নেয়ার জন্য উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়।
পরিশেষে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, ঢাকা থেকে জনাব আব্দুল আউয়ালকে দেশী কৈ মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা , একুরিয়ামে মাছ পালন পদ্ধতি, কালিবাউস মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন,গুতুম মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন, মাহাশোল মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,গনিয়া মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ,গুজি আইড় মাছের প্রাকৃতিক প্রজনন ,পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা বিষয়ক মুদ্রন সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রতিবেদনটি তৈরীতি সহায়তা করেন মো.আল আমিন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক এবং খামারির স্থিরচিত্র ধারণ করেন মো. ফাহিম রহমান রনি,অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর।
প্রতিবেদনকারী
মো. আল আমিন
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস, ঢাকা।