২৮/১০/২৪ খ্রি।
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-‘২৫ এর অন্তর্ভুক্ত (১.৩) এর অধীনে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সেবা গ্রহণকারী অধিদপ্তর/ দপ্তর/ সংস্থার এবং আওতাধীন আঞ্চলিক অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট অংশীজনের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৭/১০/২৪) বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয়ের সভা কক্ষে দুপুর ১২.০০ টায় এসভা অনুষ্ঠিত হয় ।
তথ্য দপ্তরের উপ-পরিচালক ডা. সঞ্জীব সূত্রধরের সভাপতিত্বে তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো. এনামুল কবীর তথ্য দপ্তরের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। এ সময় তিনি তথ্য দপ্তরের অংশীজন হিসাবে অন্যান্য দপ্তর সংস্থার প্রতিনিধিবৃন্দকে তথ্য দপ্তরের বিদ্যমান সেবা গ্রহণ করার জন্য আহ্বান জানান।
সভায় বিভিন্ন দপ্তর/ সংস্থার ১৭ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
তথ্য দপ্তরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত
২৮