ঢাকা, ২৮/১০/২৪ খ্রি।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৪-‘২৫ এর(১.৬) অনুযায়ী আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয় কর্তৃক দাখিলকৃত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ত্রৈমাসিক অগ্রগতি প্রতিবেদনের ফিডব্যাক প্রদান সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল(২৭/১০/২৪) রোববার দুপুর ২.০০ ঘটিকায় এ দফতরের সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
মৎস্য প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর( উপসচিব) এর সভাপতিত্বে প্রধান কার্যালয়সহ আঞ্চলিক অফিসসমূহের ১৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় ডা. সঞ্জীব সূত্রধর বলেন, এপিএ এর নির্দেশনা অনুযায়ী সকল কাজ যথাসময়ে সম্পন্ন করে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সফল করতে হবে। কারণ আঞ্চলিক অফিসসমূহের এপিএ এর সফলতার উপর প্রধান কার্যালয়ের সফলতা নির্ভর করে।
তথ্য দপ্তরে ফিডব্যাক প্রদান সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
৪