ঢাকা,২৮/১০/২৪ খ্রি .
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের অনলাইন নিউজ পোর্টাল ‘মৎস্য ও প্রাণিসম্পদ সংবাদ’ কে সমৃদ্ধ করার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নমূলক, উদ্ভাবন, প্রযুক্তি সংক্রান্ত সংবাদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফলতার সংবাদনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সংগৃহীত সংবাদ সরবরাহ করায় আঞ্চলিক অফিসসমূহ থেকে তিনজনকে সেরা প্রতিবেদককে পুরস্কার প্রদান করা হয়। গতকাল (২৭/১০/২৪) রোববার বিকাল ৪.০০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই লক্ষ্যে এই দপ্তরে একটি যাচাই বাছাই কমিটিও গঠন করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডা. মোঃ এনামুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর( উপসচিব)।
২০২৩-‘২৪ অর্থবছরে সেরা প্রতিবেদক হিসেবে প্রথম স্থান অধিকার করেছেন জনাব মোঃ আল আমিন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, আঞ্চলিক অফিস কুমিল্লা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব মোঃ খাদিমুল ইসলাম, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, আঞ্চলিক অফিস, ঢাকা। তৃতীয় স্থান অধিকার করেছেন জনাব মোঃ মেহেদী হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, আঞ্চলিক অফিস, বরিশাল।
এ বছর সেরা প্রতিবেদকদেরকে একটি করে সম্মাননা সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট এবং প্রতিবেদন লেখনীতে সহায়ক একটি করে বই প্রদান করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে প্রধান কার্যালয়সহ অন্যান্য আঞ্চলিক অফিসসমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।