কুমিল্লা ২৮.১০.২৪ খ্রি.
রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্যচাষী ৯১ জনের মাঝে ৭৯১ কেজি রুই জাতীয় পোনামাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ, আদর্শ সদর, কুমিল্লায় সকাল ১০:০০ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পোনা মাছ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মো. খালেকুজ্জামান সরকার, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, কুমিল্লা।
এ সময় উপস্থিত ছিলেন জনাব রোমেন শর্মা, উপজেলা নির্বাহী অফিসার, আউলিয়া খাতুন , উপজেলা কৃষি অফিসার, ডা. তানজিলা ফেরদৌসী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং হিজবুল বাহার ভূঁঞা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আদর্শ সদর, কুমিল্লা । এছাড়া কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুফলভোগীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদনকারী:
খালেক হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, কুমিল্লা