ঢাকা,০২/১১/২৪ খ্রি।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা২০২৪-‘২৫ এর অন্তর্ভুক্ত(১.৩) এর অধীনে সুশাসন প্রতিষ্ঠান নিমিত্ত অংশীজনের অংশগ্রহণ ২য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । গত(৩১/১০/২৪) বৃহস্পতিবার সকাল দশটায় কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় বরিশালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. লুৎফুর রহমান, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর( উপসচিব) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপপরিচালক, বিভাগীয় মৎস্য অধিদপ্তর, বরিশাল।
এছাড়াও সভায় বরিশাল বিভাগ, জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. লুৎফর রহমান বলেন, প্রচারের ক্ষেত্রে তথ্য দপ্তর ও অংশীজনদের মধ্যে একটি গ্যাপ আছে। এই গ্যাপ দূর করার জন্য এই ধরনের আয়োজন সহায়ক ভূমিকা পালন করতে পারে। তিনি আরো বলেন, প্রচারের কাজ একার পক্ষে করা সম্ভব নয়। এইজন্য অংশীজনদের অংশগ্রহণ প্রয়োজন। তাছাড়া তিনি আরো বলেন প্রচারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টিভি চ্যানেলকে ব্যবহার করলে সেটি আরো ফলপ্রসূ হবে। তাছাড়াও নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে ক্ষতি করে এন্টিবায়োটিক এর ব্যবহার প্রতিরোধে তথ্য দপ্তর কাজ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে অংশীজন হিসেবে বরিশাল বিভাগের মৎস্যজীবী, খামারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দসহ প্রায় ৪১ জন অংশগ্রহণ করেন।
এছাড়া অনুষ্ঠানে সভাপতি ডা. সঞ্জীব সূত্রধর বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন।
অংশীজনের অংশগ্রহণে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
২৪