ঢাকা, ৩/১১/২৪ খ্রি।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-‘২৫ অর্থবছরের অন্তর্ভুক্ত (৩.৫) এর অধীনে খাদ্য হিসেবে মাছ গ্রহণের উপকারিতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির নিমিত্তে র ্যলি অনুষ্ঠিত হয়েছে। গত(৩১/১০/২৪) বৃহস্পতিবার সকাল ৯.০০ টায় খামারবাড়ি বরিশালের প্রধান ফটক হতে র ্যলি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে পুনরায় খামারবাড়িতে এসে শেষ হয়।
র্ ্যলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ খাত সম্পর্কিত সেবা গ্রহণকারী খামারি, চাষি, বিভাগীয়, জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং বিভাগীয়, জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠান সহ অন্যান্য অংশীজন। র ্যলিটি মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর (উপসচিব) এর নেতৃতে অনুষ্ঠিত হয়। র ্যলি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব, জনাব মোঃ আব্দুর রহমান এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিস বরিশালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মাছ গ্রহণের উপকারিতা বিষয়ে র্ ্যলি অনুষ্ঠিত
১২
previous post