ঢাকা,৩/১১/২৪ খ্রি.
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের তথ্য অধিকার আইন বিষয়ে ২০২৪-‘২৫ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা (২.৩) এর অধীনে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণের নিমিত্তে লিফলেট বিতরণ করা হয়েছে। গত(৩১/১০/২৪) বৃহস্পতিবার বিকাল ৩.০০ টায় এ কার্যক্রম শুরু হয়ে ৫.০০টায় শেষ হয়। বরিশাল জেলার বাস স্ট্যান্ড, মাছের বাজার, লঞ্চঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় এবং আঞ্চলিক অফিস বরিশালের মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
তথ্য অধিকার বিষয়ে লিফলেট হাতে পেয়ে বরিশাল জেলার বাসিন্দা জনাব মোঃ আরিফ হোসেন বলেন, এই ধরনের লিফলেট আমাদের নাগরিক জীবনকে সরকারি সেবার ভোগান্তি থেকে মুক্তি দিবে। পাশাপাশি এই ধরনের সচেতনতামূলক কার্যক্রমের জন্য তিনি তথ্য দপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়া অমিত বাগচি নামে অন্য আরেকজন বাসিন্দা বলেন, এই ধরনের লিফলেট পূর্বে কোনদিন পাইনি। এই লিফলেটের মাধ্যমে জানতে পারলাম ঘরে বসেও সরকারি যেকোন অবৈধ কার্যক্রম সম্পর্কে সহজে অভিযোগ করা যাবে। এতে করে নাগরিক সেবা প্রাপ্তি আরো সহজ হবে বলে আমি মনে করি।