কুমিল্লার চান্দিনা উপজেলার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত ৭৪জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে ৭শ ৪৮ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করেছে উপজেলা মৎস্য অফিস। ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বিনামূল্যে এসব মাছের পোনা বিতরণ করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে মাছের পোনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার মোরশেদ আলম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তানজিলা খন্দকার, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. সফিকুল ইসলাম প্রমুখ।
সুত্র : কুমিল্লারকাগজ