২৬
ঢাকা,৭/১১ /২৪ খ্রি.
গত বুধবার ৬ নভেম্বর ২০২৪ তারিখ ২:৩০ মিনিটে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর ডেইরি পিজির সদস্য বিথী সুলতানার ডেইরি খামার পরিদর্শন করা হয়। বর্তমানে অত্র খামারটিতে মোট ২৭ টি গরু রয়েছে তন্মধ্যে গাভি ২২টি, ষাঁড় ১টি, বকনা ২ টি, বাছুর ২টি রয়েছে। তার খামারে প্রতিদিন ২০০লিটার দুধ উৎপন্ন হয়। তিনি সংশ্লিষ্ট বাজারে এবং এলাকায় লিটারে ৫০ টাকা থেকে ৬০ টাকা হারে দুধ বিক্রি করে থাকেন। তিনি ১ একর জমিতে বিভিন্ন জাতের ঘাস চাষ করেন। তার নিজস্ব বায়োগ্যাস প্লান্ট রয়েছে। তিনি আশা করছেন কোন সহায়তা পেলে তিনি তার খামারকে আরো বড় করবেন এবং নিজের পাশাপাশি এলাকায় গ্যাসের যোগান দিবেন সেই সাথে গ্যাস জেনারেটরের মাধ্যমে তার খামার পরিচালনার ইচ্ছা করেন। তিনি করোনার সময় দুগ্ধ পণ্য যেমন ঘি, দই নিজস্ব ভাবে তৈরি করে বিক্রি করতেন এবং এখনো তিনি এই দুগ্ধ পণ্য গুলো ঘাটাইল সেনাবাহিনী ক্যাম্প এলাকায় এবং বাজারে বিক্রি করেন। LDDP প্রকল্পের অধীনে মিল্ক প্রসেসিং এর কোনো সুবিধা পেলে তিনি আরো অধিক দুগ্ধ পণ্য উৎপন্ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
খামারটি পরিদর্শন কালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সুযোগ্য সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডা. মো. মোস্তাফিজুর রহমান মহোদয়, সম্মানিত উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন) জনাব ডা. মো. নুরুল ইসলাম মহোদয়, সম্মানিত ভোটেরিনারি অফিসার জনাব ডা. রৌশনী আক্তার মহোদয়, সম্মানিত জেলা প্রশিক্ষণ অফিসার জনাব ডা. মো. শহীদুল আলম মহোদয়, সম্মানিত অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডা. মোহাম্মদ সোহেল রানা মহোদয়, সম্মানিত উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডা. মোহাম্মদ গোলাম মোর্শেদ মহোদয়, সম্মানিত প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার জনাব ডা. জাঈদ তালুকদার সহ অত্র দপ্তরের অন্যান্য কর্মচারী বৃন্দ।