১৪/১১/২৪ খ্রি
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের অফিস ব্যবস্থাপনা এবং সরকারি দাপ্তরিক কাজে প্রমিত বাংলার ব্যবহার বিষয়ে দুই দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার(১৩/১১/২৪) সকাল ১০.০০ টায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব( প্রশাসন অনুবিভাগ), জনাব আমেনা বেগম।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব), জনাব নারায়ণ চন্দ্র দেবনাথ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার, জনাব মোঃ মোস্তফা।
প্রশিক্ষণের প্রথম দিনে অফিস ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন জনাব আমেনা বেগম, অতিরিক্ত সচিব,( প্রশাসন অনুবিভাগ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এবং সরকারি দাপ্তরিক কাজে প্রণীত বাংলার ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জনাব মোঃ মোস্তফা, এসাইনমেন্ট অফিসার, বাংলা ভাষা বাস্তবায়ন কোষ, জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে বাংলাদেশ সচিবালয় নির্দেশিকা ২০২৪, পত্র, ফাইল, নথি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন জনাব নারায়ণ চন্দ্র দেবনাথ, অতিরিক্ত সচিব(অব)।
প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসাবে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিসসমূহের মোট ২১ জন কর্মকর্তা- কর্মচারী।