যুগ যুগ ধরে আবহমান বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব। নবান্ন উৎসব ঘিরে আয়োজন হয় মাছের মেলা। বাংলা মাসের ৩ অগ্রহায়ণ বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা পঞ্জিকা মতে এই দিনে নবান্ন উৎসব পালন করে থাকেন। অগ্রহায়ণের শুরু থেকেই আমাদের গ্রামবাংলায় চলে নবান্ন উৎসব। নতুন ধান কাটা আর সেই সাথে পিঠা খাওয়া।
নবান্ন উপলক্ষে ৩ অগ্রহায়ণে প্রতি বছরের মতো, প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী একদিনের মাছ মেলা হয় বগুড়া শিবগঞ্জ উথলিতে। উথলী বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বড় বড় বিভিন্ন রকমের মাছের পসরা সাজিয়ে বছরে শুধু একদিনের জন্য এই মাছের মেলা বসে।
স্থানীয় বাসিন্দারা জানান, একদিনের এই মেলায় প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা হয়।
তবে ক্রেতা-বিক্রেতাদের হাটের খাজনা, গাড়িপার্কিংয়ে বেশি টাকা নেওয়াসহ বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে মেলা আয়োজন কমিটির বিরুদ্ধে। অটোরিকশা পার্কিং ৩০ টাকা, মোটরসাইকেল ৫০, কার ১০০, মাইক্রো ২০০ টাকা করে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অতিরিক্ত খাজনা আদায়ের কথা জানতে চাইলে শিবগঞ্জ উথলি মাছ মেলা কমিটির ইজারাদার অস্বীকার করেন।