৫
ঢাকা,১৮.১১.২৪ খ্রি.
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে সেবা সহজিকরণ/ ডিজিটাইজেশন এর মাধ্যমে একটি উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮.১১.২৪) সোমবার সকাল ১১.০০ টায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর( উপসচিব) -এর সভাপতিত্বে এই দপ্তরের তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ), ডা. মো. এনামুল কবীর, তথ্য কর্মকর্তা (মৎস্য), জনাব মাহবুবা খানমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তথ্য দপ্তরের প্রচার কার্যক্রমকে আরো জোরদার করতে এ বিষয়ে জুম অ্যাপসে সিনিয়র সাইন্টিফিক অফিসার, প্রাণীরোগ গবেষণা ইনস্টিটিউট, বরিশাল , জনাব ইব্রাহিম খলিল এর সাথে আলোচনা অনুষ্ঠিত হয়।