ঢাকা,১৯.১১.২৪ খ্রি।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৪-‘২৫ এর(১.১) অনুযায়ী সেবা সহজিকরণ/ ডিজিটাইজেশনের মাধ্যমে ন্যূনতম একটি উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ(১৯.১১.২৪) মঙ্গলবার সকাল ৯.০০ টায় এ দপ্তরের সভাকক্ষে দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে জুমে (ভার্চুয়াল মিটিং অ্যাপ) উপস্থিত ছিলেন জনাব মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব, চিফ ইনোভেশন অফিসার ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর( উপসচিব)।
অনুষ্ঠানে জুম অ্যাপে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে জনাব তোফাজ্জেল হোসেন বলেন, ই লাইব্রেরির জন্য যে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে, সেটি অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে করা হয়েছে। এতে আপাতত কোন ধরনের ত্রুটি নেই বলে মনে হচ্ছে। এটি তথ্য দপ্তরের সাথে মানানসই একটি সেবা। সেবাটি তথ্য দপ্তরের জন্য যেমন গুরুত্বপূর্ণ; তেমনি মন্ত্রণালয়ের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মৎস্য ও প্রাণিসম্পদ খাতে তথ্য দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ১২ জন কর্মকর্তা-কর্মচারীসহ উদ্ভাবনী কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ মোট ১৭ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতি ডা. সঞ্জীব সূত্রধর( উপসচিব) উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।