১৩
প্রাণিসম্পদ অধিদপ্তর রাজশাহী বিভাগ রাজশাহী কর্তৃক আয়োজিত “এন্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা:নিজে জানুন, অন্যকে জানান, প্রতিরোধের এখনই সময়” বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সচেতনতা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে আজকের এন্টিমাইক্রোবিয়াল অকার্যকারিতা আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মোঃ আব্দুল হাই সরকার স্যার,পরিচালক,বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহী বিভাগ, রাজশাহী। এ ছাড়া উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আতোয়ার রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,ডাঃ মোঃ হারুন অর রশিদ,জেলা ভেটেরিনারি অফিসার, এবং জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা উপজেলা খামারীগণ উক্ত আলোচনায় খামারী ভাইয়েরা জিজ্ঞেস করলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা প্রতি উত্তরে বলেন প্রাকৃতিক উপায়ে এন্টিবায়োটিক ছাড়াই খামার উন্নত করা যেতে পারে। পরিশেষে খামারি ভাইদের উদ্দেশ্যে বলেন ভেটেরিনারিয়ান এর পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার করবেন না, এন্টিবায়োটিক এর ব্যবহারবিধির এবং প্রত্যাহারকাল মেনে চলুন ব্যবহৃত অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট স্থানে রাখুন,খামারে উত্তম জীবনিরাপত্তা নিশ্চিত করুন, সুস্থ পশু-পাখিতে নিয়মিত টিকা প্রদান করুন। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস রাজশাহী থেকে উপস্থিত ছিলেন সকল কর্মচারীবৃন্দ। প্রচারে,মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর,আঞ্চলিক অফিস, রাজশাহী। প্রতিবেদনকারী : মোঃ: ছামছুল হক কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মোঃ রাকিবুজ্জামান অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর