৩
দেশি মাছের সবচেয়ে বেশি বেচাকেনা হয় হবিগঞ্জের শায়েস্তানগর বাজারে। বর্তমানে মাছের সরবরাহ বেশি থাকায় দামও অনেকটা কম। তরতাজা মাছ কিনতে সকাল থেকেই বাজারে ভিড় করেন খুচরা ও পাইকারি ক্রেতারা। এখান থেকে মাছ কিনে ঢাকা, সিলেট, চট্টগামসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে মাছ বিক্রি করেন পাইকাররা।
ভোর ৬টা থেকে ১০টা পর্যন্ত চলে বেচাকেনা। শায়েস্তানগর বাজারে খুচরা ও পাইকারি মিলিয়ে প্রতিদিন গড়ে ৩০ লাখ টাকার মাছ বিক্রি হয়। বাজার ঘুরে দেখা যায়, বোয়াল কেজি ৪০০-৬০০ টাকা, শোল ৫০০-৬০০ টাকা, নয়না ৬০০-৭০০, শিং ৪০০-৫০০, মাগুর ৭০০-৮০০, রুই ৫০০-৭০০, কাতলা ৪০০-৫০০, মলা ৩০০-৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ কিনতে আসা খুচরা ক্রেতা নুরুজ্জামান মিয়া জানান, অন্য বাজারের তুলনায় এখানে তরতাজা মাছ পাওয়া যায়। আর দামও তুলনামূলক কম। তাই মাছ কিনতে এসেছি।
শায়েস্তানগর মাছ বাজার কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম জানান, ‘মাছের এই পাইকারি বাজারটি জেলার সবচেয়ে বড়। এখানে সব ধরনের দেশীয় মাছ পাওয়া যায়। তবে বাজারে কোন ছাউনি না থাকায় বৃষ্টি ও কুয়াশায় মাছ বেচাকেনায় ব্যাঘাত ঘটে। এ ব্যাপারে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করি।’
সূত্র :