কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন বাজার পাড়ার বাসিন্দা মোদাচ্ছির (৩২) নামে এক যুবকের বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।
রবিবার (২৪ নভেম্বর) সকালে টেকনাফের নাফনদীর জেটি ঘাটে মাছটি ধরা পড়ে।
দ্বীপের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘প্রতিদিনের মতো সকালে ২০-৩০ জনের একটি দল বড়শি দিয়ে মাছ ধরতে গেলে স্থানীয় যুবক মোদাচ্ছিরের বড়শিতে কোরাল মাছটি ধরা পড়ে।’
মোদাচ্ছির জানান, মাছটি প্রতি কেজি ১৩শ টাকায় বিক্রি করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সরকারিভাবে মাছ ধরা বন্ধের ফলে সাগরে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
এর সুফল হিসেবে মোদাচ্ছিরের বড়শিতে ২৫ কেজির মাছ ধরা পড়েছে।’
সূত্র : খবরের কাগজ