১২.১১.২০২৪ খ্রি
দেশে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গরুর খামার। লাভজনক হওয়ায় প্রতিদিনই নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছে খামার ব্যবসায়। সফলতা পাচ্ছেন অনেকেই। এমনই এক সফল খামারি হচ্ছেন ঢাকা জেলা মোহাম্মাদপুর থানার বসিলার আবুল কাসেম। বেশিদূর লেখাপড়ায় এগোতে না পারলেও এগিয়েছেন খামার ব্যবসায়। আর অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
তিনি স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন জীবনের শুরু থেকেই। স্বপ্ন পূরণের প্রত্যাশায় বিভিন্ন ব্যবসা করার প্রচেষ্টায় কোনো অবহেলা নেই তার। পান ব্যবসা, চা মজুদ ব্যবসা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের খাবার সাপ্লাই ব্যবসা কি করেননি তিনি।
তবে কিছুতেই লাভের মুখ দেখতে পারেননি তিনি। অবশেষে ২০১০ সালে বসিলা তে নিজ এলাকায় একটি গরুর খামার গড়ে তুলেন। প্রাথমিকভাবে ৫টি ফ্রিজিয়ান ও অস্ট্রেলিয়ান জাতের ৫টি গরু নিয়ে শুরু করেন। অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সফলতার মুখ দেখতে চলেছেন আবুল কাসেম।
৫টি গরু থেকে বর্তমানে তার ওই খামারে গরুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০টি। এর মধ্যে ১৭টি গাভী রয়েছে। বর্তমানে সেগুলোর মধ্যে ৮টি গাভী দুধ দিচ্ছে। প্রতিদিন ওই ৮টি গাভী থেকে কমপক্ষে ১২০ কেজি দুধ সংগ্রহ করছেন তিনি। প্রতিদিন সকাল-বিকাল দুবার গোয়াল গাভীগুলো দহন করে দুধ সংগ্রহ করে থাকেন। পাইকারিভাবে গোয়ালারা প্রতি কেজি ৮০ টাকা হারে দুধ কিনে থাকেন।
বর্তমানে দুধের বিক্রি মূল্য প্রায় ৯ হাজার টাকা। আবুল কাসেম দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে সাবলম্বী হওয়া যায়। এ ধরনের সফলতা দেখে অনেক বেকার যুবক এগিয়ে আসবে এবং নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন এলাকার বয়োজোষ্ঠরা।
পরিশেষে, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, ঢাকা থেকে আবুল কাসেমকে ইউএমএস তৈরির সঠিক পদ্ধতিসহ, গরু পালনের সুষ্টু পরামর্শসহ, গাভী পালন, সবুজ ঘাস সংরক্ষণ প্রযুক্তি সম্প্রসারণ, গবাদি পশুর সুষম খাদ্য তৈরির উপকরণ ও খাওয়ানের নিয়মাবলি, উন্নতজাতের ঘাসচাষ বিষয়ক লিফলেট ও ফোল্ডার প্রদান করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, ঢাকা থেকে ২জন কর্মচারী খামার পরিদর্শন করার জন্য ঢাকা জেলা মোহাম্মাদপুর থানার বসিলার একটি গবাদিপশুর খামার পরিদর্শন করেন। পরিদর্শনকালে খামারিকে পরামর্শ প্রদান করেন মো. শাহরিয়ার হোসেন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক এবং খামারির ছবি ও ভিডিও ধারণ করেন মো. ফাহিম রহমান রনি, অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর।