৬
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কাটাগাঙ এলাকায় অবস্থিত প্রাকৃতিক জলাভূমি ‘বেড়ীবিল’। সিলেট-তামাবিল সড়কের পাশের বিলটির একেক সময়ে একেক রূপ দেখা যায়। দূরের সবুজ পাহাড়ের কোলে সুনীল জলাশয়ের প্রাকৃতিক দৃশ্য মন ছুঁয়ে যায়।\
পাহাড়ের কোলে অপার সৌন্দর্যের বেড়ীবিল
পানি শুকিয়ে যাওয়ায় হেঁটে বিলে যাচ্ছেন এক ব্যক্তি
বেড়ীবিলে মাছও ধরা হয়
বেড়ীবিলে শরীর ডুবিয়ে আরাম করে বসে আছে মহিষগুলো
বিলে শিকারের জন্য ওড়াউড়ি করছে পানকৌড়ি
পানি কমলে বিলে মহিষ চরাতে আসেন গ্রামের লোকজন
বিলের শুকনা জায়গায় মহিষ ছেড়ে দিয়ে ছাতা মাথায় বসে আছেন কয়েকজন