প্রতিনিধি
লোকালয়ে একটি মায়া হরিণকে দেখে এলাকার কিছু শিশু-কিশোর তাকে ধাওয়া করে। প্রাণভয়ে সে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে লাঠির আঘাতে বন্য প্রাণীটি প্রাণ হারায়। গতকাল শনিবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের যোগীমোড়া এলাকায় জুড়ী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সকালে যোগীমোড়া এলাকায় একটি মায়া হরিণ দেখতে পায় স্থানীয় শিশু-কিশোরেরা। এরপর তারা এটিকে ধাওয়া দেয়। পাশেই জুড়ী নদীর পাড়ে হরিণটি আশ্রয় নেয়। সেখানে তাকে ঘিরে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই হরিণটি মারা যায়। খবর পেয়ে বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃত হরিণটিকে উদ্ধার করে উপজেলা সদরে অবস্থিত প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। এ সময় এটির মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। সেখানে চিকিৎসকেরা বন্য প্রাণীটিকে মৃত ঘোষণা করেন। এরপর বন বিভাগের লোকজন স্থানীয় পুঁটিছড়া বিটে নিয়ে হরিণটিকে মাটিচাপা দেন।