নিজস্ব প্রতিবেদক
মেরিন ফিশারিজ একাডেমিতে ৪৫তম ব্যাচে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্সে ক্যাডেট ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমির ৪৫তম ব্যাচে আবেদনের সময় এখন ২৬ ডিসেম্বর পর্যন্ত। চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমির ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীকে অবিবাহিত হতে হবে।
চট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি অনেক দক্ষ ও যোগ্য মেরিন ক্যাডেট তৈরি করেছে। মেরিন ফিশারিজ একাডেমি থেকে ক্যাডেটরা পাস করে শুধু বাংলাদেশে নয়, বাইরের জাহাজগুলোয়ও সুনামের সঙ্গে কাজ করছেন।
বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ কোর্স সমাপ্তির পর পাসকৃত ক্যাডেটদের সম্ভাব্য কর্মক্ষেত্রগুলো দেশি-বিদেশি ফিশিং ভেসেল, মৎস্য ও চিংড়ি প্রক্রিয়াজাতকরণ কারখানা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, দেশি-বিদেশি এনজিও ইত্যাদি।