১২.১২.২০২৪ খ্রি.
যাত্রাবাড়ী থানার দনিয়ার বাসিন্দা তৌহিদুর ইসলাম একজন মাছ চাষি । তিনি বর্তমানে ৩৫ শতাংশ জলাশয়ে মাছের মিশ্র চাষ করছেন। ব্যবসায়ের পাশাপাশি বাড়তি আয়ের জন্য এই উদ্যোগ নিয়েছেন।
তৌহিদ বলেন , ২০২৩সালে প্র্রথম মাছ চাষ শুরু করেন। সর্বপ্রথম তিনি শিং ও মাগুর মাছের একক চাষ করেন কিন্তু দুর্ভাগ্য প্রথমবার সঠিক উৎপাদন না হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন। পরবর্তীতে তিনি মাছ চাষের বিভিন্ন ভিডিও দেখে মাছের মিশ্র চাষ করেন।
পুকুরে মাছ এবং মাছের খাবার ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার পুকুরে রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প, সিলভার কার্প জাতিয় মাছ মিশ্র চাষ করেন। এবং সকাল ও বিকেল ২ বেলা মাছের খাবার (ফিড) প্রয়োগ করে থাকেন।
মাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , যাত্রাবাড়ী মৎস্য আড়ৎ, এবং স্থানীয় ছোট ছোট বাজারে মাছ বিক্রি করে থাকেন।
মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন এন জি ও থেকে মাছের চাষের উপর প্রশিক্ষণ নিয়েছেন এসময় জনাব তৌহিদকে নিকটস্থ মৎস্য দপ্তর থেকে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ নেয়ার পরামর্শ প্রদান করা হয়.
পরিশেষে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, ঢাকা থেকে জনাব তৌহিদুল ইসলাম কে দেশী কৈ মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা , একুরিয়ামে মাছ পালন পদ্ধতি,কালিবাউস মাছের কৃত্রিমপ্রজনন ও পোনা উৎপাদন,গুতুম মাছের কৃত্রিমপ্রজনন ও পোনা উৎপাদন, মাহাশোল মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,গনিয়া মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ,গুজি আইড় মাছের প্রাকৃতিকপ্রজনন ,পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা বিষয়ক মুদ্রণসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রতিবেদনটি তৈরীতি সহায়তা করেন মো.আল আমিন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক এবং খামারির স্থিরচিত্র ধারণ করেন মো. ফাহিম রহমান রনি,অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর।
প্রতিবেদনকারী
মো. আল আমিন,
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস, ঢাকা।