৭
মৎস্য অধিদপ্তরে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। গতকাল (১৬-১২-২৪ খ্রি. ) সোমবার সূর্য উদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান এর সভাপতিত্বে মৎস্য অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। এছাড়া ড. মো: আব্দুর রউফ, অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে অধিদপ্তরের কর্মকর্তাগণ সাভারে জাতীয় স্মৃতিসৌধ-এ শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।
![](https://motshoprani.org/wp-content/uploads/2024/12/470523124_952735026911394_2453493358722613903_n.jpg)