এগ্রিলাইফ২৪ ডটকম: “নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি” এ শ্লোগানকে সাথে নিয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে “ডিজিটাল পদ্ধতিতে কৃত্রিম প্রজননের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে অ্যান্ড্রয়েড অ্যাপস” চালু উপলক্ষে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
USAID এর অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর ও এসিডিআই ভোকা ও এমপাওয়ার-এর যৌথ আয়োজনে এবং বাংলাদেশ লাইভস্টক এন্ড নিউট্রিশন এক্টিভিটি-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রোগ্রামের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ের কৃত্রিম প্রজনন কর্মীদের অংশগ্রহনে এ পাইলটিং কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলকার (৩ ডিসেম্বর) টিউলিপ গার্ডেন রেস্টুরেন্ট, ত্রিশাল-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ বেগম শামসুন্নাহার আহমেদ, পরিচালক, সম্প্রসারণ, প্রাণিসম্পদ অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শাহজামান খান (তুহিন), পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ডাঃ মনোরঞ্জন ধর, পরিচালক , বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ ও ডাঃ মেহেদী হাসান ভুঁইয়া, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ময়মনসিংহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. মোঃ সফিকুর রহমান (শশী), উপপরিচালক (পরিসংখ্যান) , কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ডাঃ মোঃ রুহুল আমিন, উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র , ময়মনসিংহ, ডাঃ নাজনীন সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ত্রিশাল, ময়মনসিংহ, ডাঃ এমদাদুল হক, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ত্রিশাল, ময়মনসিংহ ও বৈজ্ঞানিক কর্মকর্তা, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ।