১৩
নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৩২ জেলে পরিবারকে একটি করে বকনা বাছুর দেওয়া হয়। বুধবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের সামনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য এ উপকরণ বিতরণ করা হয়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এবং নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: ইকবাল হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইলিশ জেলেদের মাঝে এ উপকরণ প্রদান করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন মহোদয় , মৎস্য কর্মকর্তা জনাব ফাহাদ হাসান ও মেরিন ফিশারিজ কর্মকর্তা জনাব মাহমুদ হাসানসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।