ঢাকা, শুক্রবার, ৫ পৌষ (২০ ডিসেম্বর)
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ এঁর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ (শুক্রবার) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
শোকবার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, তিনি ছিলেন একজন প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল। উপদেষ্টা হাসান আরিফ এঁর মৃত্যুতে জাতি একজন দক্ষ ও নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালো। তাঁর মৃত্যুতে যে শুণ্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। তিনি মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।