প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বড়শিতে ধরা পড়া এক বোয়াল মাছ অর্ধলক্ষ টাকায় বিক্রি হয়েছে। আজ সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে বোয়ালটি পাওয়া যায়।
পাবনার ঢালার চর এলাকার জেলে কালাম সরদারের বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ঘাট বাজারে বিক্রির জন্য স্থানীয় আড়তদার কেছমত মোল্লার ঘরে তোলা হয়। সেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রায় অর্ধলক্ষ টাকায় মাছটি কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীরা বলেন, সম্প্রতি পদ্মা নদীতে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না। নদীতে স্থানীয় ব্যক্তিদের পাশাপাশি মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের জেলেরা প্রতিদিন মাছ শিকার করছেন। কিন্তু জালে মাছের দেখা তেমন না মেলায় অনেকে হাজারি বড়শি দিয়ে মাছ শিকার করছেন। পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা এলাকায় জেলেরা জাল ফেলার পাশাপাশি অনেকে হাজারি বড়শি দিয়ে মাছ শিকার করছেন।
গতকাল রোববার রাতে পাবনার ঢালার চর এলাকার জেলে কালাম সরদার পদ্মা নদীতে হাজারি বড়শি ফেলেন। আজ সকাল সাতটার দিকে গোটানোর সময় দেখতে পান, বড়শিতে বড় আকারের একটি বোয়াল মাছ। দৌলতদিয়া ঘাট মাছ বাজারের আড়তদার কেছমত মোল্লার ঘরে বোয়ালটি বিক্রির জন্য নিলামে তোলা হয়। এ সময় নিলামে ৪৯ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কেনেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।
বোয়াল মাছটি কিনে চান্দু মোল্লা ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। বিক্রির জন্য পরিচিতদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে ঢাকার এক বড় ব্যবসায়ী বোয়ালটি কিনে নেন। ইতিমধ্যে মাছটি তাঁর কাছে পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে।