৭
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২: ২৩
ছবি: সংগৃহীত
প্রক্রিয়াজাত হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানি বাণিজ্যে রপ্তানি বিলের বিপরীতে প্রত্যাবাসিত ডলারের বর্তমান মূল্য ১১৮ দশমিক ৯০ টাকা। কিন্তু এতে ব্যবসায়ীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে বাজারে ব্যাংকগুলোতে ডলারের রেকর্ড দর দাঁড়িয়েছে ১২৯ টাকা। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রক্রিয়াজাত হিমায়িত চিংড়ি ও মাছ রপ্তানির প্রত্যাবাসিত প্রতি ডলারের দাম বৃদ্ধি করে ১২৫ দশমিক ৫০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএফইএ)। গত মঙ্গলবার সংগঠনটি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিত আবেদনে এই দাম বৃদ্ধির দাবি জানিয়েছে।
আবেদনে দাবি করা হয়েছে, এখন ব্যাংকগুলো রপ্তানিকারকদের রপ্তানি বিলের বিপরীতে প্রত্যাবাসিত ডলারের মূল্য দীর্ঘদিন ধরে ১১৮ দশমিক ৯০ টাকা হারে প্রদান করে আসছে। যদিও বাজারে প্রতি ডলার ১২৯ টাকায় লেনদেন হচ্ছে এবং ব্যাংকগুলোও রপ্তানিকারকদের নিকট হতে ১১৮ দশমিক ৯০ টাকা মূল্যে ক্রয় করে আমদানি বিলের বিপরীতে ১২৭ টাকা মূল্যে বিক্রয় করছে। এদিকে ব্যাংকগুলো লাভবান হলেও রপ্তানিকারকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।