২৬.১২.২০২৪খ্রি.
ঢাকা জেলার উত্তরা দক্ষিণ খান থানার ফরিদ আহাম্মেদ একজন মুদি ব্যবসায়ী । মুদি ব্যবসার পাশাপাশি ৫০শাতাংশ পুকুর লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন। ফরিদ বলেন এই বছরেই পুকুরটি লিজ নিয়েছেন । বর্তমানে তার জলাশয়ে ,রুই ,কাতল ,মৃগেল, সিলভার কার্প ও তেলাপিয়া এসব প্রজাতির মাছ রয়েছে।
মাছ চাষে কেনো আগ্রহী হলেন কেনো এমন প্রশ্নে তিনি বলেন ব্যবসা দিয়ে যে আয় হয় , তা দিয়ে সংসার চালাতে একটু হিমশিম খাচ্ছেন। তাই বাড়তি আয়ের জন্য মাছ চাষ করছেন। তিনি আরও বলেন মাছ চাষ করে অনেকেই লাভবান হচ্ছে এজন্য তিনি এ লাভজনক পেশাকে বেছে নিয়েছেন।
মাছের খাবার ব্যাপারে জানতে চাইলে ফরিদ জানান , বিভিন্ন কোম্পানির ফিস ফিড মাছের খাবার হিসেবে ব্যবহার করেন । সকাল ও বিকাল তিনি নিজেই খাবার দিয়ে থাকেন। পুকুর দেখাশানার বিষয়ে বলেন , ফরিদ নিজে এবং তার পরিবার পুকুরটি দেখাশোনা করেন
মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন নাই এসময় তাকে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ নেয়ার জন্য নিকটস্থ মৎস্য দপ্তরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়।
পরিশেষে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, ঢাকা থেকে জনাব ফরিদ কে দেশী কৈ মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,একুরিয়ামে মাছ পালন পদ্ধতি,কালিবাউস মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন,গুতুম মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন, মাহাশোল মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,গনিয়া মাছের পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা ,বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ,গুজি আইড় মাছের প্রাকৃতিক প্রজনন ,পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা বিষয়ক মুদ্রন সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রতিবেদনটি তৈরীতি সহায়তা করেন মো.আল আমিন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক এবং খামারির স্থিরচিত্র ধারণ করেন মো. সামিউল ইসলাম ,অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর।
প্রতিবেদনকারী
মো. আল আমিন
কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
আঞ্চলিক অফিস, ঢাকা।