ঢাকা,২৯-১২-২৪ খ্রি.
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৪-‘২৫ এর আওতাধীন (৮.১.১) অনুযায়ী মাইগভ প্লাটফর্মের মাধ্যমে ডিজিটাইজেশনযোগ্য সরকারি সেবা চিহ্নিতকরণ ও ডিজিটাইজেশনের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৯/১২/২৪ খ্রি.) রবিবার সকাল ৯.০০ টায় তথ্য দপ্তরের সভাকক্ষে এই কর্মশালা শুরু হয়।
কর্মশালায় তথ্য দপ্তরের উপপরিচালক, উম্মে হাবিবা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আমেনা বেগম। পাশাপাশি তিনি দিনব্যাপী এই কর্মশালার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব আমেনা বেগম বলেন, তথ্য দপ্তরকে হাইলাইট করার জন্য মাসিক সমন্বয় সভায় উন্নত মানের প্রেজেন্টেশন উপস্থাপন করতে হবে। পাশাপাশি তথ্য দপ্তরের একটি ওয়ার্ক প্ল্যান এবং অন্যান্য দপ্তর তথ্য দপ্তর থেকে কী প্রত্যাশা করে সেটির তালিকা প্রস্তুত করতে হবে।
এছাড়াও তিনি তথ্য দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ নিজ কাজের ধরন অনুযায়ী প্রশিক্ষণ প্রদানের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, প্রশিক্ষণ হলো নিজেকে দক্ষ করার একটি নিয়মিত প্রক্রিয়া। এতে করে কর্মকর্তা-কর্মচারীদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে।
পাশাপাশি দিনব্যাপী কর্মশালায় মাইগভের উপর আলোচনা ও প্র্যাকটিক্যাল ক্লাস পরিচালনা করেন, রাশেদুল হাসান (সিনিয়র সহকারী সচিব) কনসালটেন্ট( মাইগভ) এবং মুহতাসিম আল হক, ফোকাল, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
দিনব্যাপী এ কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় এবং অন্যান্য আঞ্চলিক অফিসের মোট ২৫ জন কর্মকর্তা- কর্মচারী অংশগ্রহণ করেন।