১৫
ঢাকা, ২৯-১২-২৪ খ্রি।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-‘২৫ এর(১.৪) অনুযায়ী নিজ অফিস ও আওতাধীন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । আজ (২৯-১২-২৪) রবিবার দুপুর ২:৩০ মিনিটে তথ্য দপ্তরের সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয় ।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক, উম্মে হাবিবা (উপসচিব)। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব, মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম।
এছাড়াও প্রশিক্ষণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় এবং আঞ্চলিক অফিস থেকে মোট ২৫ জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।