ঢাকা,৩০-১২-২৪ খ্রি.
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে অভিযোগ প্রতিকারব্যবস্থা সংক্রান্ত কর্মপরিকল্পনা ২০২৪-‘২৫ এর(২.১) অনুযায়ী নিজ অফিস ও আওতাধীন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অভিযোগ প্রতিকারব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০-১২-২৪ খ্রি.) সোমবার সকাল ১০.০০ টায় তথ্য দপ্তরের সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা (উপসচিব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, (মৎস্য অধিশাখা), শাহীনা ফেরদৌসী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব, মৎস্য-৫, মো. আব্দুর রহমান ।
প্রশিক্ষণে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিতভাবে ও হাতে-কলমে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন শাহিনা ফেরদৌসী (যুগ্মসচিব) ও মোঃ আব্দুর রহমান (উপসচিব)।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় ও অন্যান্য আঞ্চলিক অফিস থেকে মোট ২৭ জন অংশগ্রহণ করেন।