১৬
ঢাকা, ৩০-১২-২৪ খ্রি।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে তথ্য অধিকার বিষয়ে ২০২৪-২৫ কর্মপরিকল্পনার(২.৪) অনুযায়ী তথ্য অধিকার আইন ২০০৯ ও এর বিধিমালা, প্রবিধানমালা এবং স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকাসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । আজ (৩০-১২-২৪খ্রি.) সোমবার দুপুর ২.০০ টায় তথ্য দপ্তরের সভাকক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা (উপসচিব)।
প্রশিক্ষণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় এবং অন্যান্য আঞ্চলিক অফিসের মোট ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।