প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
কৃষি সংবাদ প্রতিবেদক:
প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. মো. আবু সুফিয়ান।
সোমবার বিকালে অধিদপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে গ্রহণ করেন কর্মকর্তা ও কর্মচারীরা। পাশাপাশি বিদায় জানানো হয়েছে আগের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হককে। এর আগে গত মঙ্গলবার ড. মো. আবু সুফিয়ানকে নিয়োগ দিয়ে আদেশ জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
নতুন দায়িত্বে আসার আগে আবু সুফিয়ান টক্সিকোলজি অ্যান্ড জুরিসপ্রুডেন্সে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্বে ছিলেন।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের আগের মহাপরিচালক ডা. রেয়াজুল অবসরে যাওয়ায় নতুন মহাপরিচালক সোমবার (৩০-১২-২৪ খ্রি.) অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ দিয়েছেন।
আবু সুফিয়ানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে। তিনি ১৯৯৯ সালে ১৯ তম বিসিএসে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ২০১৭ সালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং ২০২২ সালে পরিচালক (গ্রেড-৩) পদে পদোন্নতি পান।শিক্ষাজীবনে তিনি জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজি বিষয়ে পিএইচডি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশনসহ মাস্টার্স ডিগ্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিনে প্রথম শ্রেণিতে গ্র্যাজুয়েশন অর্জন করেন। ১৯৯১ সালে ক্যান্টনমেন্ট কলেজ যশোর থেকে এইচএসসি এবং ১৯৮৯ সালে জীবননগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ১৫টি গবেষণা আর্টিকেল প্রকাশিত হয়েছে।