বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের মো. জহিরুল হক তালুকদার বাদল একজন সফল উদ্যোক্তার অনন্য দৃষ্টান্ত। ২০১২ সালে মাত্র পাঁচটি গরু নিয়ে যাত্রা শুরু করা এই মানুষটি এখন ৬৫টি বিদেশি গরুর মালিক। তার ফার্মের নাম দিয়েছেন “তালুকদার দুগ্ধ ফার্ম”, যা প্রতিদিন ২০০ থেকে ২৫০ লিটার দুধ উৎপাদন করছে এবং বরিশালের বিখ্যাত হক মিষ্টান্ন ভান্ডারে সরবরাহ করা হয়।
এই খামার শুধু তার জীবনই বদলে দেয়নি; বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় কবাই ইউনিয়নের জন্যও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার এই উদ্যোগ থেকে বর্তমানে প্রায় ১০ থেকে ১২ জন মানুষের কর্মসংস্থান হয়েছে।
জহিরুল হক তালুকদার একসময় শিক্ষকতা করতেন। তিনি কবাই ইউনিয়নের শিয়ালঘুনি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সালে অবসরে যান। শিক্ষকতা জীবনের পাশাপাশি ২০১৬ সালে কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। জনগণের সেবা করার পাশাপাশি তিনি নিজ এলাকায় বেকারত্ব দূর করার লক্ষ্যে গরুর খামার শুরু করেন।
জহিরুল হক জানান, তার বাড়ি নদীভাঙা কবাই ইউনিয়নে। এলাকাবাসীর প্রতি ভালোবাসা থেকেই খামারের পরিকল্পনা মাথায় আসে। পাঁচটি গরু দিয়ে যাত্রা শুরু করলেও এখন তার ফার্মে রয়েছে ৬৫টি বিদেশি গরু। এ খামার থেকে উপার্জিত আয় তার জীবনে সচ্ছলতা এনেছে। পাশাপাশি তিনি নতুন একটি খামারের পরিকল্পনা হাতে নিয়েছেন। সেখানে গরুর সংখ্যা বাড়ানোর পাশাপাশি দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং বিক্রয়ের মাধ্যমে এলাকার আরও মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চান।
তিনি বলেন, “এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। ইউপি চেয়ারম্যান হিসেবে মানুষের সেবা করার পাশাপাশি আমার খামারের মাধ্যমে এলাকাবাসীর জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি।”
সূত্র দৈনিক জনকণ্ঠ।