০৫.০১.২০২৫ খ্রি.
কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের স্থায়ী বাসিন্দা শাহ জামাল। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন একজন সফল খামারি। তার পরিবারে সদস্য সংখ্যা ০৪ জন, এক ছেলে ও এক মেয়ে এবং স্ত্রী। নিজের পরিশ্রম আর একাগ্রতা দিয়েই তিনি আজকের জায়গায় পৌঁছেছেন। ২০১৮ সালে মাত্র একটি গাভী দিয়ে খামার শুরু করেন শাহ জামাল। পরিবারের আর্থিক সচ্ছলতা আনতেই ছিল তার এই উদ্যোগ। প্রথম দিকে খরচ সামাল দেওয়া ছিল কঠিন। গরুর জন্য খাবার জোগাড় করতে গিয়ে তাকে অনেক কষ্ট করতে হতো। তাই তিনি নিজেই নিজের জমিতে জার্মানি ঘাস, সয়াবিন, এবং ভুট্টা চাষ শুরু করেন। একে একে গাভীর সংখ্যা বাড়িয়ে আজ তার খামারে পাঁচটি ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে। এর মধ্যে দুটি গাভী প্রতিদিন ২০ লিটার দুধ দেয়।
শুধু গরু নয়, শাহ জামালের খামারে ২৬ জোড়া কবুতর, ১৩টি দেশি হাঁস, আর ১৪টি দেশি মুরগি রয়েছে। পাখির কোলাহলে তার খামারটি যেন সবসময় প্রাণবন্ত থাকে। ছেলে আর তিনি মিলে খামারের যাবতীয় কাজ করেন। শাহ জামালের বার্ষিক খরচ প্রায় ১,৮০,০০০ টাকা, আর আয় ৩,০০,০০০ টাকা। সব খরচ বাদ দিয়ে বছরে তিনি লাভ করেন ১,২০,০০০ টাকা। তার মতে, “একটু পরিকল্পনা আর শ্রম দিলে যে কেউ খামার গড়ে তুলতে পারে। তবে এখানেই থেমে থাকতে চান না শাহ জামাল। তার ইচ্ছা, খামারটিকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া। আর্থিক সহায়তা পেলে তিনি আরও গরু কিনবেন এবং আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা করবেন। এখনও তিনি স্থানীয় মৎস্য ও প্রাণিসম্পদ অফিসের সঙ্গে যোগাযোগ করেননি। তবে ভবিষ্যতে তাদের পরামর্শ নিতে এবং প্রশিক্ষণ পেতে আগ্রহী। তাই প্রাণিসম্পদ অফিস থেকে পরামর্শ নিতে বলা হয়। শাহ জামালের এই সফলতার গল্প সবার জন্য অনুপ্রেরণা হতে পারে। কঠোর পরিশ্রম আর দৃঢ় সংকল্প যে মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তারই উদাহরণ শাহ জামাল।
সবশেষে, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক প্রকাশিত মুদ্রণ সামগ্রী মধ্যে সাইলেজ (গোখাদ্য সংকটে সমাধান), মহিষ পালন, ছাগল পালন, গ্রামীণ পরিবেশে হাস পালন, বর্ষা মৌসুমে তাজা ও ভিজা খড় সংরক্ষণ/সবুজ ঘাস সংরক্ষণ (সাইলেজ) প্রযুক্তি সম্প্রসারণ। ঝুরি/ব্যাগ সাইলেজ, হাইব্রিড ভুট্টা চাষাবাদ পদ্ধতি/ ভুট্টা। গবাদি পশুর প্রধান খাদ্য উপদান, উন্নত জাতের ঘাস চাষ প্রযুক্তি সম্প্রসারণ/উন্নত জাতের ঘাস চাষ, গরুর ইষ্টপুষ্টকরণ প্রযুক্তি। ইউরিয়া মোলাসেস স্ট্র (ইউ এম এস) তৈরির ফর্মুলা, গবাদি পশুর সুষম খাবার তৈরীর উপকরণ ও খাওয়ার নিয়মাবলী কবুতর পালন, গাভী পালন, ভেড়া পালন, কবুতর পালন, বিষয়ক বিনামূল্যে প্রদান করা হয়। এবং মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের মোবাইল অ্যাপস “মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য ভান্ডার” সম্পর্কেও অবগত করা হয়।
প্রতিবেদনকারী।
খালেক হাসান, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, কুমিল্লা