৩৯
ঢাকা,০৬-০১-২৫খ্রি. মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার বিষয়ক ২০২৪-’২৫ এর নৈতিকতা কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অত্র দপ্তরের উপপরিচালক উম্মে হাবিবা সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ডা. মো এনামুল কবীর, তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ), মাহবুবা খানম ,তথ্য কর্মকর্তা (মৎস্য), মো. আমির হোসেন, অডিও ভিজ্যুয়াল ইকুইপমেন্ট মেকানিক, ইয়াসমিন আক্তার, অনুবাদক এবং মো. আল আমিন, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক । সভায় তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা (মৎস্য) মাহবুবা খানম সভাপতির নির্দেশে ২য় ত্রৈমাসিকের কার্যাবলি উপস্থাপন করেন এবং সভাপতি উম্মে হাবিবা ৩য় ত্রৈমাসিকের সকল কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার দিক নির্দেশনা প্রদান করেন।
ইয়াসমিন আক্তার
অনুবাদক
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর,ঢাকা।