০৭.০১.২০২৫ খ্রি.
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, ঢাকা কর্তৃক সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়। আজ বেলা ১২.০০ টায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক জনাব উম্মে হাবিবা। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা জনাব মাহবুবা খানম। সভায় আরো উপস্থিত ছিলেন তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ), ডা. মো. এনামুল কবীর। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর, আঞ্চলিক অফিস, ঢাকা হতে সেবা গ্রহণকারী মৎস্যজীবী ও খামারিগণ।
প্রধান অতিথি বলেন, তথ্য দপ্তরের কাজকে অগ্রগামী করতে অংশীজনের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খামারিগণ তাদের যেকোনো সমস্যা বা পরামর্শের জন্য তথ্য দপ্তরে যোগাযোগ করতে পারবেন।
খামারিগণ তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। সভায় বিভিন্ন উদ্যোক্তা, খামারি ও তথ্য দপ্তরের ঢাকা আঞ্চলিক অফিসের কর্মচারিগণসহ মোট ১৫ জন অংশগ্রহণ করেন।
প্রতিবেদনকারী
জাকিয়া সুলতানা
সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা