কুমিল্লা,০৬.১.২৫ খ্রি.।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর,আঞ্চলিক অফিস,কুমিল্লায় জাতীয় শুদ্ধাচার বিষয়ক ২০২৪-‘২৫ অর্থবছরে নৈতিকতা কমিটির ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(০৬.০১.২৫) সকাল ১২.০০ ঘটিকায় দপ্তরের সহকারী তথ্য কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এ দপ্তরের আয়ন-ব্যয়ন কর্মকর্তা জনাব ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন মহোদয় ।
এছাড়া সভায় ২০২৪-‘২৫ অর্থবছরের ২য় ত্রৈমাসিক সভার কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। ২০২৪-‘২৫ অর্থবছরের ৩য় ত্রৈমাসিকের কার্যতালিকা উপস্থাপন করেন দপ্তরের সহকারী তথ্য কর্মকর্তা ও সদস্য সচিব, জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা কমিটি, জনাব লিমা আক্তার। সভায় সভাপতি মহোদয় বলেন, জাতীয় শুদ্ধাচার বিষয়ক নতুন অর্থবছরের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলকে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।সভায় জাতীয় শুদ্ধাচার ও নৈতিকতা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আঞ্চলিক অফিস, কুমিল্লা দপ্তরের ২০২৪-‘২৫ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার নৈতিকতা কমিটির ৩য় সভা অনুষ্ঠিত
৮