আঞ্চলিক অফিস রাজশাহী,০৮/০১/২৫ খ্রি.।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের আঞ্চলিক অফিস রাজশাহী কর্তৃক জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ ০৮ জানুয়ারি/২০২৫, দুপুর ০২:০০ ঘটিকায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের আঞ্চলিক অফিস রাজশাহীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক জনাব উম্মে হাবিবা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো. এনামুল কবীর এবং সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন ডা. মো. হারুন অর রশিদ ( আঞ্চলিক বেতার কৃষি কর্মকর্তা) আঞ্চলিক অফিস, রাজশাহী। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা (মৎস্য) জনাব মাহবুবা খানম এবং আঞ্চলিক অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মৎস্য ও প্রাণিসম্পদের স্টেকহোল্ডারগণও এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি বলেন, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত সকল কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্টেকহোল্ডারগণ তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে সঠিক নৈতিকতা সহিত কার্যক্রম সম্পন্ন করলে প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং শুদ্ধাচারের এ প্রশিক্ষণ সার্থক হবে’।
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ আঞ্চলিক অফিস রাজশাহী কর্তৃক অনুষ্ঠিত
৬
previous post