ঢাকা,২৯ মে ২০২৫
ভিজিএফ কর্মসূচির আওতায় চলতি ২০২৪-‘২৫ অর্থবছরে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০ জেলার ৯৭ টি উপজেলার মোট ৩ লাখ ৫৭ হাজার ৪২২টি জেলে পরিবারকে পরিবার প্রতি মাসিক ৪০ কেজি করে ২মাসের( এপ্রিল- মে/২৫) জন্য মোট ২৮,৫৯৩.৭৬০ মে.টন ভিজিএফ( চাল) সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণের মাধ্যমে প্রদান করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় । গত ৭ মে ২০২৫ তারিখের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্মারক নং ৩৩.০০.০০০০.১২৭.২০.০০৭.২৪-১০০ অনুসারে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয়ের উপসচিব ( মৎস্য -২) ছাইদা আক্তার পরাগ স্বাক্ষরিত চিঠি অনুসারে জানা যায়, এবার ঢাকা বিভাগের ৭ জেলার ৩১,১৪৪ টি জেলে পরিবারের জন্য মোট ২৪৯১.৫২ মে.টন, চট্টগ্রাম বিভাগের ৫ জেলার ৮৪,৯৬০ টি জেলে পরিবারের জন্য মোট ৬৭৯৬.৮০ মে.টন চাল, খুলনা বিভাগের ১টি জেলার ৯৫৭৫ টি জেলে পরিবারের জন্য ৭৬৬.০০ মে.টন চাল, রাজশাহী বিভাগের ১টি জেলার ২৯১০ টি জেলে পরিবারের জন্য ২৩২.৮০ মেট্রিক টন চাল এবং বরিশাল বিভাগের ৬টি জেলার ২,২৮,৮৩৩ টি জেলে পরিবারের জন্য ১৮৩০৬.৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
মো. সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।