সামছুল আলম ( ১৩/৬/২৩)
সেবা প্রদান প্রতিশ্রুতি বাস্তবায়ন কর্মপরিকল্পনা ২০২২-২৩ এ ১.৩ এর আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের অধীন আঞ্চলিক অফিসসমূহের সমন্বয়ে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০.০০ টায় মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আঞ্চলিক অফিসের কর্মকর্তা কর্মচারীগণ জুমে অংশগ্রহণ করেন। তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো এনামুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিসসমূহ থেকে মোট ২০ জন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।
সভাপতি অনুষ্ঠানের সূচনা করে, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের গণযোগাযোগ কর্মকর্তা মো. সামছুল আলমকে সেবা প্রদান প্রতিশ্রুতির উপর সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আহবান জানান। সেবা প্রদান বিষয়ে মৌলিক আলোচনা শেষে সভাপতি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, যারা মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সেবা নিতে আসেন, তাদেরকে মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটসহ অন্যান্য দপ্তর/সংস্থা কর্তৃক উদ্ভাবিত অ্যাপস ও কল সেন্টারের নাম্বার প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, সাধারণ জনগণ যদি এসকল অ্যাপস ও কল সেন্টার সম্পর্কে জানতে পারেন তাহলে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত অধিকাংশ সেবা তারা ঘরে বসে পাবেন। ্এতে করে তাদের ভোগান্তি কমে আসবে। সভায় তথ্য কর্মকর্তা (মৎস্য) মাহবুবা খানম অংশগ্রহণকারীদেরকে সেবা প্রদান প্রতিশ্রুতি সম্পর্কে যে সকল নির্দেশনা আছে সেগুলো সঠিকভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। সভাপতি অংশগ্রহণকারীদেরকে সভায় সঠিক সময়ে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সভা অনুষ্ঠিত
৫
previous post