২৬
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে গতকাল ২৪ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩। আজ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম এমপি’র সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। অনুষ্ঠানে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮ টি ক্ষেত্রে ২১ ব্যক্তি এ প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক ২০২৩ প্রদান করা হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করেন মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।