সংস্থা প্রধানদের সমন্বয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (০৩ জানুয়ারি) সকাল ১০.০০ ঘটিকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবযোগদানকৃত সচিব মোহাং সেলিম উদ্দিন-এর সভাপতিত্ত্বে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ৯ সকল দপ্তর, সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাইয়ূম-এর সঞ্চালনায় উপস্থিত সংস্থা প্রধানগণ পরিচয় পর্বের পাশাপাশি নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। সভায় সচিব বলেন দেশের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সেক্টরের উৎপাদন আরোও বৃদ্ধি করার জন্য সকলকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি। সভা শেষে নব যোগদানকৃত সচিব-কে ফুলের তোরা দিয়ে বরণ করা হয়।
মো. সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।