ঢাকা,২৪/০৫/২৪ খ্রি.
বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। আজ ২৪ মে ২০২৪, শুক্রবার ময়মনসিংহস্থ বিএফআরআই মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক আয়োজিত “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য গবেষণা” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, স্বল্প জায়গায় অল্প খরচে মাছের অধিক উৎপাদন নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির সান্নিধ্যে আসতে হবে। তবেই স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে। এ সময় তিনি প্রযুক্তিনির্ভর উন্নত বিশ্বের মাছ চাষের অভিজ্ঞতাকে কাজে লাগাতে বেশি করে গবেষণা প্রবন্ধ পড়ার উপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিএফআরআই এর মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. অনুরাধা ভদ্র। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. আব্দুল কাইয়ূম । নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মানিত প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক ও মৎস্য অধিদপ্তরের উপপরিচালক জনাব মো. নজরুল ইসলাম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মশিউর রহমান।
মো.সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
০১৭৪৬৭৪৯০২০